সিবিএন রিপোর্ট:
জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি দুই দিনের সফরে এখন কক্সবাজারে।
শনিবার (৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে অতরণ করেন। সেখানে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় জেলা জাপার সভাপতি মেহেরুজ্জামান, সাধারণ সম্পাদক মুফিজুর রহমান মুফিজ, টেকনাফ উপজেলা সভাপতি মাস্টার এমএ মনজুর, জাপা নেতা ডা. বি আলমগীর, এডভোকেট মোহাম্মদ তারেক, নুরুল আমিন সিকদার ভুট্টু, মো. নাজিম উদ্দিন, আজিজুল হক, এসএম বাবর, জেলা যুব সংহতির সভাপতি শহীদুল ইসলাম মুন্না, জেলা কৃষক পার্টির সভাপতি মোশারফ হোসেন দুলাল, উখিয়া উপজেলা জাপার সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জাতীয় তরুণ পার্টির জেলা কমিটির আহবায়ক কামাল উদ্দিন কামাল, সদস্য সচিব সাজ্জাদ হোসেন, জেলা ছাত্র সমাজের আহবায়ক ফরিদ মিয়া, ছাত্রনেতা বেলাল উদ্দিন বেলাল, ওলামা পার্টির সভাপতি মাওলানা শফিউল আলম জিহাদিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কক্সবাজার বিমান বন্দর থেকে বিশেষ নিরাপত্তাসহ গাড়িযোগে হোটেল সী-গালে অবস্থান গ্রহণ করেন জিএম কাদের এমপি।
সেখান থেকে সকাল ১১টার দিকে চকরিয়ার উদ্দেশ্যে রওনা করেন।
চকরিয়া গ্রীণভ্যালি কমিউনিটি সেন্টারে আয়োজিত দলের সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী মরহুম জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জাপা চেয়ারম্যান।
সভা শেষে ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারী পার্ক পরিদর্শন করার কথা রয়েছে।
প্রথম দিনের কর্মসূচি শেষে হোটেল সী-গালে রাত্রি যাপন করবেন জিএম কাদের।
রবিবার (৭ নভেম্বর) সোয়া ৪টায় ইউএস বাংলার ফ্লাইটে করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন পার্টির সিনিয়র সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।