আনোয়ার হোছাইন, ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মোঃ মিজানুর রহমান আজাদের পিতা আলহাজ্ব লাল মিয়া (৯০) বছর বয়সে ইন্তেকাল করেছেন।বুধবার (২৮ ডিসেম্বর) রাত ১১ টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যু বরণ করেন। তিনি উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তিনি ৬ পুত্র ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান । পরদিন বৃহস্পতিবার দুপুর ২ টায় মৃতের এলাকায় জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়।
এদিকে সাংবাদিক মোঃ মিজানুর রহমান আজাদের পিতার মৃত্যতে শোক প্রকাশ করেছেন ঈদগাঁও উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও চৌফলদন্ডী নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটি,শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।