মাহমুদুল করিম মাহমুদ :
প্রবাসী ঈদগাঁও উপজেলা বিএনপির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ঈদগাঁও উপজেলা বিএনপি সৌদি আরব শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।
পহেলা জানুয়ারি সংগঠনটির জেলা কমিটির সহসভাপতি হাঃ আবুল হোসাইন, তৌহিদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন মিল্কি ও সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম স্বাক্ষরিত ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
উক্ত কমিটিতে সভাপতি সৈয়দুল হক (পোকখালী), সিঃ সহসভাপতি আবুল কালাম (ইসলামাবাদ), সাধারণ সম্পাদক নুরুল আজিম (ইসলামপুর), সিঃ যুগ্ম সম্পাদক জাফর আলম (জালালাবাদ) ও সাংগঠনিক সম্পাদক মোবারেক হোসাইন (ঈদগাঁও) কে মনোনীত করা হয়েছে।
নতুন কমিটির নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে জেলা কমিটির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ বরাবর পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ঈদগাঁও উপজেলা বিএনপি সৌদি আরব শাখার কমিটি অনুমোদনের পর সৌদি আরবস্থ ঈদগাঁও উপজেলার কমিউনিটির মধ্যে ব্যাপক আনন্দ ও আগ্রহ বিরাজ করছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।