আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ বিশেষ জোনের সদস্যরা অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ আব্দুল গফুরকে (৪৩) নামে এক অটোরিক্সা(সিএনজি) চালককে আটক করা হয়েছে।
এ সময় পাচারকাজে ব্যবহৃত অটোরিক্সাটিও জব্দ করা হয়। আটক ব্যক্তি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জাদীমোড়ার মৃত আব্দুল করিমের ছেলে।
টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি) এর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল গণমাধ্যমক এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,বুধবার (৪ জানুয়ারী) রাতে সিএনজিতে করে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের এএসআই আমজাদ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৌরসভার কায়ুকখালী পাড়া এলাকায় অভিযান চালিয়ে হ্নীলাগামী একটি অটোরিক্সা (সিএনজি) থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আব্দুল গফুর(৪৩) কে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত মাদক ও সিএনজিসহ ধৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।