রামু প্রতিনিধি:
রামুতে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার, ৪ জানুয়ারি রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়- আগামী ২২-৩১ জানুয়ারি সারাদেশের মতো রামু উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু হচ্ছে। কর্মসূচির আওতায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং স্কুল বর্হিভুত শিশুদেরকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে। কৃমি নাশক ট্যাবলেট না খাওয়ালে ৫-১৬ বছর বয়সী শিশুরা অপুষ্টি, শারীরিক ও মানসিক রোগে আক্রান্ত হয়। তাই দেশে বছরে ২বার কৃমি নাশক ঔষধ সেবনকার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
সভায় সভাপতিত্ব করেন- রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ। এতে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন- রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপন চৌধুরী এবং উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) দর্পণ বড়–য়া।
সভায় রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, ইসলামিক ফাউন্ডেশন রামুর মডেল কেয়ারটেকার আবু বক্কর ছিদ্দিক এবং রামু উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ সফল করতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেছেন রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়–য়া।