পশ্চিম টেকপাড়া সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক পারিবারিক মিলনমেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত ০৭ জানুয়ারী রোজ শনিবার পেঁচারদ্বীপস্থ বাতিঘরে প্রায় ৭০ পরিবারের ১৮০ সদস্যদের নিয়ে এই মহামিলন মেলা অনুষ্ঠিত হয়।

উক্ত মহা উৎসবে অতিথি হিসেবে মিলিত হোন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র এবং বর্তমান প্যানেল মেয়র মাহবুবুর রহমান, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল এবং ছাত্রনেতা এহসান প্রমুখ।

পরিষদের সভাপতি বখতিয়ার হোসেনের সভাপতিত্বে অতিথিরা বলেন বর্তমান পরিস্থিতিতে পারিবারিক বন্ধন অটুট রাখা কষ্টসাধ্য, সেক্ষেত্রে পশ্চিম টেকপাড়া সমাজ কল্যাণ পরিষদের এই মিলনমেলার ভূয়সী প্রশংসা করে এ বন্ধন আরো অটুট রাখার আহবান জানান। বর্তমানে মাদক রোধে, অসহায়দের পূণর্বাসনে পশ্চিম টেকপাড়া সমাজ কল্যাণ পরিষদের ভুমিকার গুরুত্ব উল্লেখ করেন।

এছাড়াও বিশেষ অতিথিরা পরিষদের সমৃদ্ধ কামনা করে পরিষদের ভবিষ্যত কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান ও সবসময় পরিষদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

পারিবারিক মিলনমেলা উদযাপন কমিটির আহবায়ক এবং পরিষদের সাধারণ সম্পাদক আমিনুর রশিদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুভূতি প্রকাশ পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রভাষক তৌহিদুর রহমানের সঞ্চালনায় আরো অনুভূতি প্রকাশ করেন সলিম, ইদ্রিস, জুনায়েদ আহমেদ, জসিম উদ্দিন,মনজুর, রবিউল, শেখ আবদুল্লাহসহ অণেকে।

উক্ত মহামিলনে আনন্দ সমাবেশ, বয়সভিত্তিক খেলাধুলা পরিচালনা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রেফেল ড্র পরিচালনা কমিটির আহবায়ক আবু জায়েদ ও সদস্য সচিব শাহাদাত হোসেনের নেতৃত্বে রেফেল ড্র পরিচালনা ও পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত মহতি অনুষ্ঠান সফল করার জন্য মাইমুন উদ্দিন, আরমান কবির বাবু,হোসেন রেজা,জাহেদুল আলম, সাইফুল বশর, শাহেদুর রহমান, আবদুল কায়েস বাপ্পী প্রমূখ সর্বাত্মক সহযোগিতা করেন।

পারিবারিক মিলনমেলা উদযাপন কমিটির সদস্য সচিব সাইফ উদ্দিন আহমদ সকলকে সহযোগিতার জন্যে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে পারিবারিক মিলনমেলার ২০২৩ এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।