সম্প্রতি প্রকাশ পাওয়া কক্সবাজারের মাদকের তালিকায় নাম অন্তর্ভূক্ত হওয়া প্রসঙ্গে বক্তব্য জানিয়েছেন টেকনাফ সদর ইউনিয়ন মৌলভী পাড়ার বাসিন্দা, বর্তমানে দুবাই প্রবাসী আব্দুর রহমান। তিনি দাবি করেছেন, মাদকের তালিকায় তার নাম উঠা নিয়ে তিনি বিস্মিত হয়েছেন। কারণ তিনি একজন প্রবাসী। তিনি দীর্ঘদিন যাবত প্রবাসে রয়েছেন।

এই প্রসঙ্গে তিনি বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাদকের তালিকায় আমার নাম দেখে আমি কষ্ট পেয়েছি এবং হতাশ হয়েছি। এমন একটি ঘটনায় আমি অতীব বিস্মিত হয়েছি। আমি দীর্ঘ বহুদিন যাবত প্রবাসে রয়েছি। একই সাথে দেশে গ্রামের বাড়িতে চিংড়ি ও লবনের ব্যবসা রয়েছে। জীবনে কোনদিন মাদকের সাথে সম্পৃক্ত ছিলাম না। আমি সংশ্লিষ্ট সকলকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, মাদকের সাথে আমার বিন্দুমাত্র জড়িত নেই। আমার বিশ^াস আমার প্রতিপক্ষের কেউ বা এলাকার আমার প্রতি শত্রুতা ও প্রতিহিংসাপরায়ণ হয়ে আইন-শৃঙ্খলবাহিনী আব গোয়েন্দা সংস্থার লোকজনকে মিথ্যা দিয়েছে।

তাই সকল আইনশৃঙ্খলা বাহিনী প্রতি অনুরোধ করবো আমার নাম মাদকের তালিকা অন্তর্ভূক্ত করা হয়েছে তা পুর্নবিবেচনার করার জন্য অনুরোধ। পুন: যাচাই-বাছাইয়ে মাদকের সাথে আমার সংশ্লিষ্টতা না পেলে মাদকের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ রইল। কারণ আমি একজন প্রবাসী। অতি কষ্ট করে প্রবাস থেকে রেমিটেন্স পাঠাই। একজন গর্বিত রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমার নাম মাদকের তালিকায় উঠা খুবই কষ্টের; যা সহ্য করার মতো নয়।

অনুরোধক্রমে
আব্দুর রহমান
পিতা.ফজল আহমদ, টেকনাফ সদর ইউনিয়ন মৌলভী পাড়া, টেকনাফ।