প্রেস বিজ্ঞপ্তি:
জাতীয় সংসদ বিলুপ্ত, অবৈধ সরকারের পদত্যাগ, ও ১০ দফা দাবি বাস্তবায়ন ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কক্সবাজার পৌর ও সদর উপজেলা বিএনপি’র যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, দেশের সাধারণ জনগণ ও দেশের প্রতি এই সরকারের কোনো মায়া নেই, দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছে। অর্থনৈতিক মন্দা কাটাতে দফায় দফায় বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের জীবন দূর্বিষহ করে তুলেছে। দেশের মানুষ আর এ সরকারকে ক্ষমতাই দেখতে চায় না উল্লেখ করে কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল আরো বলেন, জনগণ হচ্ছে বিএনপির শক্তি, জনগণকে সাথে নিয়েই আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে ইনশাল্লাহ। এজন্য সবাইকে আন্দোলনের প্রস্তুতি গ্রহণের আহবান জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা।
কক্সবাজার সদর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মাবুদের সভাপতিত্বে ও কক্সবাজার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সৈয়দ নূর সওদাগর, কক্সবাজার পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, কক্সবাজার সদর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মাস্টার গোলাম কাদের, পৌর বিএনপি’র সহ সভাপতি জয়নাল আবেদীন, কক্সবাজার জেলা কৃষকদলের দলের আহ্বায়ক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, সদর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, মসউদুর রহমান মাসুদ, সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম সাইফুল্লাহ নূর, জুলকার নাইন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন, কৃষকদলের সদস্য সচিব শরিফ উদ্দিন বাবুল, পৌর বিএনপির দপ্তর সম্পাদক ছুরত আলম, খুরুশকুল ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আমানুল হক আমান, চৈফলদন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল, পিএমখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন উর রশীদ, ঝিলংজা ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ উল্লাহ, জেলা যুবদলের সহ সভাপতি ফরিদুল আলম,
জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির উদ্দিন, যুবদল নেতা লিয়াকত আলী পারভেজ, জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন, সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান নয়ন, সহ-সভাপতি ফারুখ আজম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুল আলম, খুররুশকুল ইউনিয়ন বিএনপির সম্পাদক শাহ আলম সিদ্দিকী, চৌফলদন্ডী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ছৈয়দুল করিম, পিএমখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, ঝিলংজা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শামসুল আলম সওদাগর, সদর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ নুরুল আমিন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান লাভলু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাস্টার জসিম উদ্দিন, পৌর শ্রমিকদলের আহ্বায়ক আবছার কামাল, পৌর ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান সিকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাব উদ্দিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল শাহেদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফজলুল হক, পৌর শ্রমিকদলের সদস্য সচিব ওসমান সরওয়ার টিপুসহ কক্সবাজার পৌর ও সদর উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।