কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় ছয় একর লবণমাঠের পলিথিন কেটে ও কাঁচা পানি ছেড়ে দিয়ে সাত লবণচাষীর সর্বনাশ করেছে দূর্বিত্তরা ।

জানা গেছে, সোমবার (১৫ জানুয়ারি) মোটা অঙ্কের দাবীকৃত চাঁদা না পেয়ে উপজেলার কৈয়ারবিল কলৈস্যা ঘোনায় এলাকায় গভীর রাতে এ ঘটনা ঘটে। লবণ উৎপাদনের পিকআওয়ারে এ ধব্বংশাত্মক ঘটনায় প্রায় ১৫/২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন লবণচাষীরা। ক্ষতিগ্রস্ত চাষীরা হলেন, গিয়াস উদ্দিন, কামাল উদ্দিন, আমির হোছাইন, দেলোয়ার হোছাইন, আনচারুল করিম, মুহাম্মদ রিয়াদ ও জিয়া উদ্দিন।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর। এসময় আরও উপস্থিত ছিলেন, লবণচাষী সাচী মিয়া, আবুল কাশেম, মনসুর আলম, আখতার হোছাইন, মোজাম্মেল, নেজাম উদ্দিন প্রমুখ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর বলেন, বিগত এক সপ্তাহ আগে এ রকম আরও ২/৩টি ঘটনা ঘটেছে বলে জানান তিনি ।