ইমাম খাইর, সিবিএনঃ
কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন পূর্ব লারপাড়ায় ব্যাডমিন্টন খেলায় দু’পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছেন।
তারা হলেন, ওই এলাকার নুরুল হুদার ছেলে কায়সার হামিদ (২৭) এবং আব্দুল হামিদ প্রকাশ মনু ড্রাইভারের ছেলে সায়েদুল ইসলাম (৩২)।
কায়সার গ্রীণ লাইন কাউন্টারের নিরাপত্তারক্ষী ও সায়েদুল পেশায় কাঠমিস্ত্রী। তারা সম্পর্কে আপন চাচাতো-জেঠতো ভাই।
সংঘর্ষে মুফিজ (২৮) নামের আরেকজন আহত হয়েছেন। সেও একই এলাকার বাসিন্দা।
সোমবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে ঘটনাটি ঘটেছে।
নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তি চিকিৎসাধীন।
মঙ্গলবার ভোরে এই রিপোর্ট লেখাকালে ঘটনায় জড়িত কেউ আটক হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পূর্ব লারপাড়ার মাঠে ব্যাডমিন্টন খেলতে গিয়ে স্থানীয় আতিক নামের এক ছেলের সাথে কথা-কাটাকাটি হয় কায়সার ও সায়েদুলের। খবর পেয়ে আতিকের ভাই জয়নাল ও কামাল বাসা থেকে দা-ছুরি নিয়ে যায়। কায়সার এবং সাঈদুলকে ছুরিকাঘাত করে। এতে তারা গুরুতর আহত হন।
এলাকাবাসী দুই জনকেই আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মো. আশিকুর রহমান জানান, দুজনেরই শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। গুরুতর জখমে মাত্রাতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ নাজমুল হুদা।
তিনি জানান, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।