মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি

বান্দরবান জেলার লামা উপজেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন উৎসাহ উদ্দীপনায় সম্পন্ন হয়েছে। রবিবার বিকেলে (১৫ জানুয়ারী) সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সাদেকুল মাওলা সভাপতি, মোহাম্মদ জামসেদ উদ্দিন সহ-সভাপতি, মো. মামুন মিয়া সাধারণ সম্পাদক, মো. জয়নাল আবেদীন স¤্রাট অর্থ সম্পাদক ও মো. শওকত ওসমান নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনে নির্বাচন কর্মকর্তা-১ এর দায়িত্ব পালন করেন, এ্যাডভোকেট মো. ইব্রাহীম ও সাদ্দাম হোসেন রাকিব নির্বাচন কর্মকর্তা-২ এর দায়িত্ব পালন করেন। সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্নের সত্যতা নিশ্চিত করে প্রধান নির্বাচন কর্মকর্তা এ্যাডভোকেট মোহাম্মদ জাফর আলম বলেন, সমিতির গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনের মাধ্যমে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নব নির্বাচিতরা আগামী ১ বছরের জন্য সমিতির দায়িত্ব পালন করবেন।