সত্য ও ন্যায়ের পথে থাকার অঙ্গীকার
প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টস্থ কবিতা চত্বরে মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকালে প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি ঘোষণা দেন বন্ধুসভার প্রধান উপদেষ্টা ও প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা।
বন্ধুসভা জেলা কমিটির সহসভাপতি ফাহিম কুদ্দুস প্রিয়-এর সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা কবি শামীম আকতার, বিশ্বজিত পাল বিশু, দিদারুল আলম রাশেদ, বন্ধুসভার সাধারণ সম্পাদক উন্মে সাদিয়া হোসেন সিকদার, সদস্য নুরুল আবছার, মুরাদ মোক্তাদির ত্বোহা প্রমুখ।
সভায় বন্ধুসভার সদস্যরা সর্বদা সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে দেশের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। সমাজ থেকে মাদক-সন্ত্রাস নির্মুলের পাশাপাশি দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্টার ঘোষণা দেয়া হয়। ভালোর সাথে আলোর পথে সবাই একসঙ্গে লড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন-বন্ধুসভার পুরনো বন্ধু ও ট্রাফিক পুলিশের পরিদর্শক শওকত হোসাইন। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি বন্ধুসভার সঙ্গে যুক্ত হন। প্রথম আলো প্রতিষ্টার পর এ পযন্ত প্রকাশিত সকল পত্রিকার কপি তাঁর সংরক্ষিত আছে। বাসাতে আছে সাড়ে তিন হাজার বইয়ের বিশাল লাইব্রেরী। বন্ধুসভা মানুষের চোখ খুলে দেয়, সমাজকে আলোকিত করে। আলোকিত মানুষকে সবাই সম্মান করে।
অনুষ্টানে বন্ধুসভার নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ এবং মিষ্টিমুখ করান বন্ধুসভার শুভাকাঙ্খি তফরিদা বেগম ডলি।
বন্ধুসভার প্রধান উপদেষ্টা আব্দুল কুদ্দুস রানা বলেন, ভালো কাজ করতে গেলে বাধা আসবে, সমালোচনা হবে। কিন্তু তাতে ভয় পেয়ে থেমে গেলে চলবেনা। সকল অন্ধকার দূর করে আমাদের সামনে এগোতে হবে। বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে হবে। সকল ক্ষেত্রে আমরা বাংলাদেশের জয় দেখতে চাই।
শেষে বন্ধুসভা কক্সবাজার জেলা কমিটির ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ৭১ সদস্য বিশিষ্ট নতুন কাযনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর-২০২৩ পযন্ত এক বছর।
উপদেষ্টা পরিষদ :
আব্দুল কুদ্দুস রানা, শামীম আকতার, মঈনুল করিম খোকন, বিশ্বজিত পাল বিশু, দিদারুল আলম রাশেদ, চন্দন কান্তি দাশ, মোহাম্মদ মহিউদ্দিন, কাজী মিজানুর রহমান, ইব্রাহিম খলিল ও আরিফ আজাদ।
কায নির্বাহী কমিটি :
সভাপতি-উম্মে সাদিয়া হোসেন সিকদার, সহসভাপতি-ফাহিম কুদ্দুস প্রিয় ও মোজাহিদ আলী, সাধারণ সম্পাদক-নুরুল আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক-মাসুমা আকতার রুমী ও সাজিয়া আফরিন সাইমা, সাংগঠনিক সম্পাদক-আজিজুর রহমান রাজু, সহসাংগঠনিক সম্পাদক-মো. আসিফ সাওয়াল, অর্থ সম্পাদক-রেশমি সুলতানা, দপ্তর সম্পাদক-মোহাম্মদ ফাহিম, প্রচার সম্পাদক-শফিকুল ইসলাম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক-মইনুল রহমান লাদেন, সংস্কৃতিক সম্পাদক-বাঁধন সরকার, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক-বদিউল আলম সোহাগ, প্রশিক্ষণ সম্পাদক-ফানাফিল্লাহ আকিব, দুযোর্গ ও ত্রাণ সম্পাদক-মঈন উদ্দিন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক-তানভীর সাজ্জাদ, পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক-ফরহাদ আলম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক-রাসেল তালুকদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক-মিজবাউল রহমান, ম্যাগাজিন সম্পাদক-তৌহিদুল ইসলাম, বইমেলা সম্পাদক-রোকসানা আকতার।
সদস্য :
রুহুল আমিন, ফারিয়াল মৌমিতা মোস্তফা পুস্পি, আব্দুল নবী, তাসমিনা আফরান সুবাহ, নওরীন হাসনাত উমামা, অজুফা ইয়াছমিন উর্মি, এনজেল হুদা, মো. সাকিব, আরিফুর রহমান, মো. ইয়াছিন, অতন্দ্রীয়া বড়ুয়া রিয়া, শারমিন আকতার, উলফাতুল মোস্তফা রানা, ফায়সাল খান, আরিফুল ইসলাম, শহীদুল ইসলাম, করিমুন্নেছা রাহমা, উন্মে হাফসা,
মইনুল রহমান রানা, মাঈন উদ্দিন, খোরশেদ আলম, মো. আসফাক, মহিদুল ইসলাম মাসুম, মেহেদী হাসান রিফাত, ইয়াছিন আরাফাত, ফাতেমা তুজ জোহরা পারভীন, দিল মোহাম্মদ, সাইদুল ইসলাম ফাহিম, সাদ্দাম হোসেন আরিফ, নজরুল ইসলাম, রাকিবুল হাসান মাহি, সৌরভ দে, মোহাম্মদ নওশাদ, আবির মোহাম্মদ মাহদী, মো. ফায়েমুল ইসলাম শাকিল ও আজিজুল ওয়াহিদ শামীম।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।