আবু সায়েম, কক্সবাজারঃ
রামু উপজেলা প্রশাসন ও কক্সবাজার দক্ষিণ বনবিভাগের যৌথ অভিযানে অবৈধভাবে গড়ে উঠা সামাজিক বনায়নের ছোট গাছ বিক্রির বাজার গুড়িয়ে উচ্ছেদ করা হয়েছে। এসময় ৫০০০ রানিং ফুট বিবিধ জাতের সামাজিক বনায়নের গাছ জব্দ করা হয়।
১৯ জানুয়ারি ( বৃহস্পতিবার) সকাল ১০ টায় রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তাফার নেতৃত্বে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের স্পেশাল টিমের ওসি সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহার সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাঠিরমাথা নামক স্থানে অবৈধভাবে গড়ে উঠা সামাজিক বনায়নের ছোট গাছ বিক্রির বাজার গুড়িয়ে দিয়ে উচ্ছেদ করা হয়েছে । অভিযানে ৬ ডাম্পার ভর্তি বিভিন্ন প্রজাতির সামাজিক বনায়নের ছোট গাছ জব্দ করা হয়।
অভিযানে পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দিন, ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশীদ,বিজিবি আনসার সদস্য সহ বনকর্মীরা উপস্থিত ছিলেন।
স্পেশাল টিমের ওসি ও সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা বলেন,রামু উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে উঠা সামাজিক বনায়নের ছোট গাছ বিক্রির বাজার গুড়িয়ে উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাজার বসিয়ে সামাজিক বনায়নের গাছ বিক্রির অভিযোগ উঠেছে।পরবর্তীতে প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করে বিবিধ প্রজাতির ৬ ডাম্পার ভর্তি প্রায় ৫০০০ রানিং ফুট ছোট গাছ জব্দ করে রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ টাকা। অভিযুক্তদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মোঃ সারওয়ার আলম বলেন,বনজসম্পদ রক্ষার্থে বনবিভাগ সজাগ ও সতর্ক রয়েছেন।বনবিভাগের চোখকে ফাঁকি দিয়ে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে বনবিভাগের টহল জোরদার করা হয়েছে । অবৈধভাবে পাহাড়ি মাটি ও কাঠ পাচার রোধে বনবিভাগের নিয়মিত অভিযান চলমান রয়েছে । সরকারি সম্পদ রক্ষার্থে বনবিভাগকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।