নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্বজয়ী হাফেজ মুহাম্মদ জাকারিয়া কক্সবাজার দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসা পরিদর্শন করেছেন।

সঙ্গে ছিলেন তার গর্বিত পিতা হাফেজ মুহাম্মদ ফয়জুল্লাহ।

শুক্রবার (২০ জানুয়ারি) রাতে তারা মাদরাসায় পৌঁছলে ফুলেল শুভেচ্ছা জানান প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুহাম্মদ ইউনুস ফরাজি। দুই রত্নকে কাছে পেয়ে দারুল আরক্বমের কচিকাঁচা শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত।

তারা কুরআনের পাখি জাকারিয়ার কন্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত শুনার আগ্রহ প্রকাশ করেন।

কুরআনের তারকা হাফেজ মুহাম্মদ জাকারিয়াও কুরআন তেলাওয়াত করে শোনান।

এসময় আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা কক্সবাজারের সাধারণ সম্পাদক ক্বারী সাইফুল্লাহ কাসেমী, হাফেজ মোস্তফা কামালসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কক্সবাজার দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসা পরিদর্শন করায় হাফেজ মুহাম্মদ জাকারিয়া ও তার পিতা হাফেজ মুহাম্মদ ফয়জুল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হাফেজ মুহাম্মদ ইউনুস ফরাজি।