সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার সদরের ঝিলংজা চাঁন্দেরপাড়া সুবিধাবঞ্চিত বয়স্ক মুরব্বিদের নিয়ে ২১ সদস্য বিশিষ্ট বয়স্ক ক্লাব গঠিত হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকাল তিনটায় রাবার ড্যাম স্টেশনে বিশিষ্ট সমাজসেবক মাওলানা আবুল মনছুরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান।
তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন স্থানে সুবিধা বঞ্চিত বয়স্ক মুরব্বিদের নিয়ে বয়স্ক ক্লাব রয়েছে। উদ্যোগটি যথেষ্ট গুরুত্বপূর্ণ।
বয়স্ক ক্লাবের প্রধান নির্বাহী ও দৈনিক গণসংযোগ পত্রিকার নির্বাহী সম্পাদক শহিদুল করিম শহিদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মাওলানা আবুল কাশেম, সদর উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম শামস ও এডভোকেট মোহাম্মদ আলী।
বয়স্ক ক্লাবের প্রধান নির্বাহী, সদর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শহিদুল করিম শহিদকে ধন্যবাদ জানিয়ে বয়স্ক ক্লাবের উদ্বোধন করেন মাহাবুবুর রহমান।
সভায় উপস্থিত সকলের সম্মতিতে গঠিত ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে রয়েছেন, জালাল আহমদ সভাপতি, মোহাম্মদ শহীদুল্লাহ ও মোহাম্মদ শাহ সহ-সভাপতি, মোহাম্মদ সেলিম সাধারণ সম্পাদক।
নির্বাহী সদস্যরা হলেন, ফরিদুল আলম, মমতাজ আহমদ মাঝি, ফজল আহমদ সওদাগর, মুক্তার আহমদ, আব্দুল গফুর, আব্দুল কাদের, ফজলুল হক, নুরুন্নবী ১, আনোয়ারুল ইসলাম, আব্দুর রহমান, আবুল কাশেম, রশিদ আহমদ, নুরুল হুদা, নুরুন্নবী ২, শামসুল আলম।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।