আব্দুস সালাম,টেকনাফ :
কক্সবাজার টেকনাফের বাহাড়ছড়া পাহাড়ের পাদদেশ থেকে মোহাম্মদ (২০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বাহারছড়া শামলাপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক হুসনে মোবারক মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তি পেশায় একজন অটোরিক্সা চালক এবং হ্নীলা ইউনিয়নের বড় লেচুয়াপ্রাং এলাকার বাদশাহ মিয়ার ছেলে।
জানা গেছে,গত ১২ জানুয়ারি অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেননি । পরে তার পরিবার সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো খোঁজখবর পাননি । অবশেষে প্রায় ৯দিন পরে তার মৃতদেহ পাওয়া গেছে পাহাড়ের পাদদেশে ।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক হুসনে মোবারক জানান, আমরা ঘটনাস্থলে এসেছি। পরিবার মৃতদেহটির পরিচয় সনাক্ত করেছে। মৃতদেহটি উদ্ধার পূর্বক সুরুতহাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে ।