সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার বাসিন্দা, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক খোকনের পিতা, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আবদুস সালাম ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন রোগে আক্রান্ত হয়ে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
এশার নামাজের পর নতুন বাহারছড়া শাহী জামে মসজিদের পশ্চিম পাশে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, সমাজপতি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার শত শত মানুষ অংশ নেন। তারা
নামাজে জানাযায় শরিক হয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
পরে নতুন বাহারছড়া কবরস্থানে তাকে চিরশায়িত করা হয়।
এদিকে আবু বকর ছিদ্দিক খোকনের পিতার মৃত্যুেত কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল করসহ কমিটির সকলেই গভীর শোক প্রকাশ করেন।
অন্যদিকে সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে কক্সবাজার পৌর পরিষদের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ, মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।