শাহেদুল ইসলাম মনির মনির,
কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ভাসমান ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে
দগ্ধ জেলে ফরিদুল ইসলামের মৃত্যু হয়েছে।

রবিবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন দক্ষিণ ধূরুং ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ।

উল্লেখ, গত শনিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের মদিনারপাড়া সংলগ্ন সাগরে ভাসমান ট্রলারে গ্যাস সিলিন্ডার
বিস্ফোরণে ১৬ মাঝি-মাল্লা মধ্যে ৯ জন আহত হয়। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পরে, উন্নত চিকিৎসার জন্য সাইফুল ইসলাম, ফরিদুল ইসলাম এবং নুরুল হোছাইনকে
ঢাকা হাসপাতালে হস্তান্তর করলে সেখানে আজ রবিবার ফরিদুল ইসলামের মৃত্যু হয়।