বিনোদন প্রতিবেদক:
যে কোনো ভালো কাজের, গঠনমূলক, পরিচ্ছন্ন এবং মৌলিক কাজের সর্বোচ্চ স্বীকৃতিই হচ্ছে পুরস্কার। এটি রাষ্ট্রীয় পর্যায় থেকে হতে পারে; আবার বেসরকারী সেবামূলক সংস্থা হতেও। সবাই চায় নিজের নামের পাশে একটি পুরস্কার অন্তত যোগ হোক। কিন্তু সবার ভাগ্যে এটি জোটে না। কেউ একটি পুরস্কারের আশায় চাতকের মতো তৃষ্ণার্ত অবস্থায় বছরের পর বছর, যুগের পর যুগ কাটিয়ে দেয়। কারো ক্ষেত্রে আবার উল্টো চিত্রও দেখা যায়। যেমন ধরুন দেশের ক্রীড়াবান্ধব কর্পোরেট প্রতিষ্ঠান ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। জনপ্রিয় এই ক্রীড়া সংগঠক ওয়ালটনের মাধ্যমে দেশের অবহেলিত ফেডারেশনগুলোতে পৃষ্ঠপোষকতা করে নিজেকে এবং নিজ প্রতিষ্ঠানকে যেমন অনন্য উচ্চতায় নিয়ে গেছেন; তেমনি গানের ভুবনে পা রেখে একের পর এক সাফল্যের পদচিহ্ন এঁকে চলেছেন।
সঙ্গীতে অসামান্য অবদানস্বরূপ গত বছর ঢাকা ললিতকলা একাডেমি পুরস্কারে ভূষিত হোন ডন। এবার নামের পাশে সাফল্যের আরো একটি পালক যুক্ত করলেন। দেশের জনপ্রিয় সমাজসেবী ফাউন্ডেশন ময়ূরপঙ্খী থেকে ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ডে’ ভূষিত হলেন সময়ের আলোচিত এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী ডন।
২৭ জানুয়ারি শুক্রবার রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ডনের হাতে তুলে দেয়া হবে এই সম্মানজনক ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড। সঙ্গীত ক্যাটাগরিতে ডন ছাড়াও জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা সোমনূর মনীর কোনাল, আশিকুজ্জামান বনি, বেলি আফরোজ এবং পূজার মতো জনপ্রিয় শিল্পীরাও এই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।
ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রসঙ্গে জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা ডন বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে ময়ূরপঙ্খী ফাউন্ডেশন এমন একটি আয়োজন করেছে। এ ধরনের আয়োজন প্রত্যেক বছরই হবে বলে বিশ্বাস। ফাউন্ডেশনের চেয়ারম্যান রুহিত সুমনসহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি প্রত্যেকটি অ্যাওয়ার্ডই দায়িত্ববোধ আরো বাড়িয়ে দেয়। আমিসহ বিভিন্ন ক্যাটাগরিতে যারা এবার পুরস্কৃত হলেন তাদের প্রত্যেকেরই নিজ নিজ কাজের দায়িত্ব আরো বেড়ে গেল বলে আমি বিশ্বাস করি।’
কণ্ঠশিল্পী ডন আরো উল্লেখ করেন, ‘সঙ্গীতে এটাই প্রথম নয়। এর আগেও আমি একাধিক পুরস্কার পেয়েছি। তবে এবারের পুরস্কার আমাকে সঙ্গীতের প্রতি আরো বেশি উৎসাহিত করবে। নতুন কিংবা মৌলিক গান সবাইকে উপহার দেয়ার ব্যাপারে আগ্রহী করে তুলবে।’ ডনের পুরস্কারপ্রাপ্তি নিয়ে কথা হয় ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমনের সঙ্গে।
তিনি জানান, ‘ময়ূরপঙ্খী ফাউন্ডেশন দেশের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে। এটি একটি সেবাধর্মী ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন সব সময়ই গুণী লোকের কদর করে। সামাজিক কাজের পাশাপাশি যেসব মানুষ আমাদের নানানভাবে বিনোদিত করছেন, উৎসাহ-প্রেরণা দিচ্ছেন তাদেরকে আমরা সস্মানিত করার চেষ্টা করি। ডন ভাইয়ের পুরস্কার পাওয়া সেটার প্রমাণ। দেশের অবহেলিত ক্রীড়া ফেডারেশনগুলোকে ওয়ালটনের মাধ্যমে যেভাবে তিনি এগিয়ে নিচ্ছেন সত্যিই প্রশংসাদার দাবি রাখে। এর পাশাপাশি তিনি সঙ্গীতটা দারুণভাবে চর্চা করছেন। আমি নিজে বিভিন্ন অনুষ্ঠানে তার গান শুনেছি। এমন একজন গুণী মানুষ, গুণী শিল্পীকে আমরা পুরস্কার দিতে পেরে সত্যিই আনন্দিত।’
পুরস্কারপ্রাপ্তি ডনের জন্য নতুন কোনো ঘটনা নয়। ক্রীড়াক্ষেত্রে অসংখ্য সম্মাননাস্মারক, পুরস্কারে তিনি বহুবার সম্মানিত হয়েছেন। করোনাকালে ক্রীড়া এবং সঙ্গীতকে এক সুতোয় বেঁধে রাখার কাজটা করেছেন সুনিপুনভাবে। গান গেয়ে দর্শকশ্রোতাদের দিয়েছেন পরিপূর্ণ নির্মল বিনোদন। আর সেই কাজের স্বীকৃতিস্বরূপ মিরর ম্যাগাজিন কর্তৃক পেয়েছিলেন ফন্টলাইন রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড। এছাড়া দেশের অবহেলিত ক্রীড়া ফেডারেশনগুলোতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ পেয়েছেন আইকনিক স্টার অ্যাওয়ার্ডও। তবে সব ছাপিয়ে ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড ডনকে আরো একবার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। দেশের নামি-দামি অনেক তারকা, কর্পোরেট জগতের মেধাবী ব্যবসায়ী থেকে রাজনীতিকজ্ঞ, স্পোর্টস পারসোনাল, মিডিয়া ব্যক্তিত্ব (ফিল্ম অ্যান্ড টেলিভিশন) থেকে দেশসেরা উপস্থাপক-মডেল কেউ বাদ যাননি এবারের ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড থেকে। গত বছর সমাজের বিভিন্ন সেক্টরে অবদান রাখা সেরাদের স্বীকৃতিই হচ্ছে এবারের অ্যাওয়ার্ডপ্রাপ্তি।
দ্বিতীয়বারের মতো ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের উদ্যোগে ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সম্পন্ন হলো।
গত বছর অর্থাৎ ২০২২ সাল থেকে এটি চালু করে প্রতিষ্ঠানটি। সেবার খুব বড় পরিসরে আয়োজন করতে না পারলেও এবারের আয়োজনে ভিন্নমাত্রা যোগ করেছে আয়োজকরা। অনুষ্ঠানের ভেন্যু থেকে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব- সবখানেই চমক জাগানিয়া ব্যাপার ছিল। মোট ছয়টি ক্যাটাগরিতে সমাজের গণ্যমান্য ২৫ জন ব্যক্তিত্বকে ময়ূরপঙ্খী অ্যাওয়ার্ড প্রদান করে ফাউন্ডেশন। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন। গান গেয়ে সুরের মুর্ছনায় অনুষ্ঠান মাতিয়ে রাখেন বনি, কথার মতো জনপ্রিয় কণ্ঠশিল্পীরা। একই অনুষ্ঠানে গান গেয়ে দর্শকশ্রোতাকে বিনোদিত করেন ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ডজয়ী শিল্পী ডনও।