মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

আয়কর আইনজীবী অ্যাডভোকেট আবু কাইয়ুম, মরহুম অ্যাডভোকেট মোস্তাইদুজ্জামান ওয়াকার ও অ্যাডভোকেট শফিউল আজম এর মাতা মুনেমা বেগম (৮৫) আর নেই। রোববার ২৯ জানুয়ারি সকাল সাড়ে ১১ টার দিকে কক্সবাজার শহরের টেকপাড়াস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

মরহুমার সন্তান অ্যাডভোকেট আবু কাইয়ুম এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, তাঁর মাতা মরহুমা মুনেমা বেগম বার্ধক্যজনিত বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত ছিলেন। মুনেমা বেগম টেকপাড়ার ঐতিহ্যবাহী বুনিয়াদি পরিবারের সন্তান মরহুম আবুল কাসেমের সহধর্মিণী এবং মরহুম বদিউজ্জামান ও মরিয়ম বেগমের কন্যা।

মরহুমা মুনেমা বেগম কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসান এর শ্বাশুড়ি এবং সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাহাত ইমরান হাসান এর নানী।

মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ৪ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

জানাজা :
রোববার ২৯ জানুয়ারি মাগরিবের নামাজের পর কক্সবাজার শহরের দক্ষিণ তারাবনিয়ার ছরা কবরস্থান মাঠে মরহুমা মুনেমা বেগম এর নামাজে জানাজা শেষে একই কবরস্থানে তাকে দাফন করা হবে বলে মরহুমার পারিবারিক সুত্রে জানা গেছে।