আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীণ পাহাড় থেকে অপহৃত দুই যুবককে উদ্ধার করেছে পুলিশ।
টেকমাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,রবিবার (২৯ জানুয়ারী) দুপুর ২ টার দিকে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী চৌকিদার পাড়া এলাকার নুরুল আমিনের ছেলে
রহমত উল্লাহ(২৫) একই এলাকার আলী আকবরের ছেলে আব্দুল হাফিজ(২০) কে গহীন পাহাড়ে জ্বালানী কাঠ সংগ্রহ করতে গেলে ওৎ পেতে থাকা অস্ত্রধারী মুখোশপরা অপহরনকারী কতৃ়ক অপহৃত হয়।
পুলিশ এমন সংবাদ পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাৎক্ষণিক বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে জরুরী ভিত্তিতে গহীন পাহাড়ে স্থানীয় মেম্বার, কমিউনিটি পুলিশের সদস্য, চৌকিদারসহ লোকজনকে সাথে নিয়ে কয়েক ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান পরিচালনার এক পর্যায়ে অস্ত্রধারী অপহরনকারীরা ভীত হয়ে অপহৃতদের রেখে দ্রুত গহীন অরন্যের মাঝে আত্মগোপন করে। পুলিশের সদস্যগন অপহৃত দুজনকে হাত বাঁধা অবস্থায় দ্রুত উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে। অপহৃতদের পরিবারের নিকট হস্তান্তর করে। এই রুদ্ধশ্বাস অভিযানে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম- বার।
তিনি আরো জানান,অপহৃতদের মানসিক অবস্থার উন্নতির পর তাদের জিজ্ঞাসাবাদ পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। জড়িত অপহরনকারীদের খোঁজে পাহাড়ে ব্যাপক অভিযান অব্যাহত আছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।