ইমাম খাইর, সিবিএনঃ
কক্সবাজার সদরের ঈদগাঁওতে অনুমোদনহীন ও সরকারি ওষুধ বিক্রিসহ বিভিন্ন অপরাধে চার ফার্মেসি ও ২টি খাবারের প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) পৃথক অভিযানে ৬ প্রতিষ্ঠানকে এক লক্ষ ১৭ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ হলো, বাস-স্টেশনের আরাফাত ফার্মেসি ২০ হাজার, নুর জাহান ফার্মেসি ২০ হাজার, ঈদগাঁও মেডিকেল হাসপাতাল ফার্মেসি ২০ হাজার, ঈদগাঁও মেডিকেল হাসপাতাল ৫০ হাজার, বাস-স্টেশনস্থ হোটেল আয়োজন ৩ হাজার ও শেরাটন হোটেলকে ৪ হাজার টাকা।
অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া সিবিএনকে বলেন, কিছু ফার্মেসি অনুমোদনহীন ও সরকারি হাসপাতালের ওষুধ বিক্রি করে আসছিল। একইভাবে কয়েকটি খাবারের দোকানের বিরুদ্ধে অভিযোগ করে এলাকাবাসী। সঠিক তথ্যের বিরুদ্ধে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
ভেজাল বন্ধ এবং খাদ্যপণ্যের মান রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও মোহাম্মদ জাকারিয়া।
মোবাইল কোর্ট পরিচালনাকালে  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিটু চন্দ্র শীল, কক্সবাজার জেলা ড্রাগ ইন্সপেক্টর রোমেল মল্লিক, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জহর লাল পালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।