প্রেস বিজ্ঞপ্তি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন বর্জন করেছে ঢাবির সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রবের নেতৃত্বাধীন স্বতন্ত্র প্যানেল। আজ ৩০শে জানুয়ারি ২০২৩, সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. আব্দুর রব এ ঘোষণা দেন। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে আমাদের প্রার্থীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। একজন প্রার্থীকে ইতোমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া প্যানেলের বেশিরভাগ প্রার্থীর বাসায় গিয়ে পুলিশ হয়রানি করছে। আমাদের সমর্থক ভোটার ও কর্মীদেরও প্রশাসন হয়রানি করছে। অনেকে বাসায় থাকতে পারছেন না। এ প্রেক্ষিতে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। এ কারণে আমরা নির্বাচন বর্জন করছি।
লিখিত বক্তব্যে ড. আব্দুর রব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। এ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হওয়া গ্র্যাজুয়েটরা দেশের রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক সংস্কৃতিক ক্ষেত্রসহ সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পদে থেকে দেশ পরিচালনায় বরাবরই নেতৃস্থানীয় ভূমিকা রেখে থাকেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের বিশাল অবদান রয়েছে। দুঃশাসন বিরোধী সব গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য।
তিনি বলেন, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে নির্বাচিত সিনেট সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে। সেহেতু ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে আয়োজিত ঢাবি সিনেট নির্বাচন ২০২৩ অনেক গুরুত্বের দাবিদার। সেই বিষয় সামনে রেখেই আমরা আসন্ন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন ২০২৩-এ অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করি। কিন্তু সারাদেশের অন্যান্য নির্বাচনের মতো এখানেও স্বাভাবিক ও স্বস্তিদায়ক পরিবেশে নির্বাচনী কাজ করার কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না। নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর থেকেই প্রার্থীদের বিভিন্ন ভাবে হয়রানী করা হচ্ছে ও গ্রেফতার করা হচ্ছে। প্রার্থী ও ভোটারদের অনেকেই বাসা-বাড়িতে নিরাপদে অবস্থান করতে পারছেন না। নির্বাচনের আগেই যদি এধরনের অনাকাংখিত পরিস্থিতির মুখে পড়তে হয়, তাহলে আমরা কী করে ভাবতে পারি যে, প্রার্থীরা নির্বিঘ্নে নির্বাচনী প্রচার কাজ পরিচালনা করতে পারবে? আমরা কী করে নিশ্চিত হতে পারি যে, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে? ভোটাররা নির্বিঘেœ ভোট কেন্দ্রে এসে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে বলে কোনোমতেই বিশ্বাস করতে পারছি না। এ ধরনের নাজুক ও অনিরাপদ পরিস্থিতিতে কোনো শিক্ষিত, বিবেকবান ও সমাজ সচেতন ব্যাক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন সিনেট নির্বাচনে অংশ নিতে পারে না। বিদ্যমান এ পরিস্থিতিতে আমরা ২৫ জন প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচন ২০২৩ বর্জন করছি। বর্জন করা প্রার্থীরা হলেন, মোহাম্মদ আব্দুর রব, উম্মে কুলসুম রওজাতুর রোম্মান, মুহাম্মদ মুয়ায্যম হোসাইন, এ. বি. এম. ফজলুর করীম, মো. ইকবাল হোসাইন ভূঁইয়া, মো. আতিয়ার রহমান, মোঃ মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ শহিদুল ইসলাম, মুহাম্মদ খলিলুর রহমান, মো. নূর নবী, মো. ইউসুফ আলী, এ কে এম রফিকুন্নবী, মো: আব্দুল মতিন খান, মুহাম্মদ শরীফুল ইসলাম, কাজী মো. বরকত আলী, মো. আব্দুল বাসেত খান, মো. শফিকুল আলম হেলাল, মো. আব্দুল হান্নান, মো. আহসান হাবীব, মো. আমজাদ হোসেন খান, হাবিবা আখতার চৌধুরী, সাবিকুন্নাহার, মো. নাজিম উদ্দিন, মো. আব্দুল মান্নান ও মো. নূরুল হুদা।