বার্তা পরিবেশক
উখিয়ার রত্নাপালং এ বাড়ি করার সময় চাঁদাবাজদের দাবিকৃত চাঁদা না দেয়ায় প্রবাসির বাড়িতে হামলা ও ভাংচুর করেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হামলা আহতদের সদর হাসপাতালে ও উখিয়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রবাস জীবনের কষ্টার্জিত টাকায় বাড়ি করতে নিজ এলাকায় চাঁদাবাজির শিকার পরিবার প্রশাসনের সহযোগিতা কামনা করছেন। এ ব্যাপারে উখিয়া থানায় অভিযোগ দিয়েছেন হামলার শিকার রত্নাপালং এর রুহুল্লার ডেবার মৃত আলী আহমেদের পুত্র ফরিদ আলম।
এজাহারে তিনি জানান, প্রবাসের কষ্টার্জিত টাকায় নিজ এলাকায় বাড়ি করতে গেলে চাঁদা দাবি করে সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী। বারবার চাদাদাবি করলে ও প্রবাসিরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৩ ফেব্রুয়ারী বিকালে সাবেক চেয়ারম্যানের নেতৃত্ব স্বশস্ত্র সন্ত্রাসীরা নির্মানাধীন বাড়ির সামনে হামলা চালায়। হামলায় আহত হন বাড়ির মালিক নুরুল আলমের ভাই আব্বাস উদ্দিন, ভাবি কুলসুা খাতুন, মেয়ে এসএসসি পরীক্ষার্থী নাবিলা আলম। সন্ত্রাসীদের হামলায় আহত নুরুল আলম সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। হামলা নেতৃত্ব দেয় আব্বাস উদ্দিন নিজে, সাথে যোগ দেয় ইফতেখার আলম,মো: জিসান,জানে আলম,মনজুর আলম,মুজিবুল হক এবং জাহিদুল ইসলাম।
হামলা থেকে রক্ষায় ৯৯৯ কল দিলে উখিয়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে। ততক্ষনে চাঁদাবাজরা পালিয়ে যায়। প্রবাসী পরিবার সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।