সংবাদ বিজ্ঞপ্তি :
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।
সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন আহমদ অনেক বড় মাপের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম দক্ষিণ জেলাবাসী তথা বৃহত্তর চট্টগ্রামবাসীর অপূরনীয় ক্ষতি হয়েছে। যে ক্ষতি কখনো পুষানো সম্ভব নয়।
নেতৃবৃন্দ, মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।