নিজস্ব প্রতিবেদক ::কক্সবাজার সদরের লিংকরোড়ের মুহুরীপাড়ায় অভিযান চালিয়েছে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কর্মকর্তারা। এসময় গুড়িয়ে দেয়া হয় অবৈধ দুইটি পাকা স্থাপনা। ৭ ফেব্রুয়ারী বিকাল ৪ টার দিকে এই অভিযান চালানো হয়।
জানা যায়,কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সরোয়ার আলমের নির্দেশনায় ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার জাকারিয়া হোসেনের নেতৃত্বে এবং সদর রেঞ্জ কর্মকর্তা স্পেশাল অভিযান টিমের প্রধান সমীর রঞ্জন সাহার সার্বিক তত্ত্বাবধানে কক্সবাজার রেঞ্জাধীন লিংক রোড বিট কাম চেক স্টেশন এর আওতাধীন দক্ষিণ মুহুরী পাড়া ইমাম মুসলিম মাদ্রাসার উল্টা পাশে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে নির্মিত দুইটি পাকা দালান ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর রেঞ্জ কর্মকর্তা স্পেশাল অভিযান টিমের প্রধান সমীর রঞ্জন সাহার বলেন,
ঝিলংজায় একটি দুর্বৃত্ত চক্র কর্তৃক বনের জমি জবরদখল করে সম্প্রতি পাকা স্থাপনা করার খবর পায় স্থানীয় বিট অফিস। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি সাপেক্ষে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান চালিয়ে দুইটি অবৈধ পাকা বাড়ি গুড়িয়ে দেয়া হয়। জড়িতদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে বন রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া বলেন, বনবিভাগের সাথে গিয়ে অভিযানে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।
উচ্ছেদে উপস্থিত থেকে সহযোগিতা করেন লিংক রোড বিটের বিট কর্মকর্তা মোঃ সোহেল হোসেন,কামরুজ্জামান শোভন, বিট কর্মকর্তা, হিমছরি বিট, ফসিউল আলম শুভ বিট কর্মকর্তা চেইন্দা বিট ও ক্যাচিং ঊ মারমা বিট কর্মকর্তা কস্তুরাঘাট বিট।