প্রেস বিজ্ঞপ্তি:
দীর্ঘদিন ঔষধ কোম্পানিতে চাকুরিরত অবস্থায় সপ্ন ছিল একটা মানসম্পন্ন ফার্মেসি দেয়া। সেই সপ্নের রূপদান করা হলো ” সোরাইম মেডিকেল হল ” নামের একটি অত্যাধুনিক ওষুধের দোকান উদ্বোধনের মধ্য দিয়ে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারিতে) সন্ধ্যায় টেকনাফ বীচ রোডের অলিয়াবাদে একটি মার্কেটে ” মেসার্স সোরাইম মেডিকেল হল “এর ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান ।

উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ফারিয়া সিনিয়র সহসভাপতি সরোয়ার কামাল, টেকনাফ ফারিয়া সভাপতি মিরাস উদ্দিন, সহসভাপতি আজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান । এছাড়াও আরো উপস্থিত ছিলেন, দোকানের স্বত্বাধিকারী দিদারুল আলম, পল্লী চিকিৎসক মোবিনুল হক, ইস্রাফিল খা , মাহমুদ সরদার, মোহাম্মদ ইয়াকুব সহ আমন্ত্রিত অতিথিরা।

ফার্মেসি উদ্বোধনকালে স্বত্বাধিকারী দিদারুল আলম বলেন, দীর্ঘদিন ঔষধ কোম্পানি র চাকুরিকালে একটা সপ্ন ছিল একটা মানসম্পন্ন ফার্মেসি দেয়া ‘। সে থেকে আমার জমানো অর্থ দিয়ে আজ একটা ব্যবসায়ীক প্রতিষ্ঠানের উদ্বোধন করেছি। সঠিক তাপমাত্রায় সংরক্ষণ ও মানসম্পন্ন ওষুধ বিক্রির লক্ষ্যে আমার যাত্রা।’ সকলের সহযোগিতা কামনা করি।