প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতিয়ীতাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ১০ দফা দাবিতে বিএনপির পদযাত্রা প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে হ্নীলা স্টেশনে এসে শেষ হয়।
আজকের পদযাত্রা পথসভায় হ্নীলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ মেম্বারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ জননেতা জনাব শাহজাহান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি জনাব এডঃ মুঃ হাসান সিদ্দিকী সহ বিএনপি অংগ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর।
প্রধান অতিথির বক্তব্যে জনাব শাহজাহান চৌধুরী বলেন
আওয়ামী লীগ অগণতান্ত্রিক ও গনবিরোধী কার্যকলাপে লিপ্ত, ভয়াবহ দুর্নীতি ও লুটপাট, প্রশাসন সহ সর্বক্ষেত্রে দলীয়করণ, ভোটাধিকার, মানবাধিকার ও বাকস্বাধীনতা হরণ এবং দুর্নীতির মাধ্যমে লুটপাট করা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের ফলে গোটা দেশ আজ বিপর্যস্ত। চাল, ডাল, তেল, আটা, ময়দা, লবণ, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আজ আকাশচুম্বী।
তিনি আরও বলেন, বিদ্যুৎ, গ্যাস ও এলপিজি গ্যাসের দাম বার বার বাড়ানো হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের মানুষ আজ ঠিক মত তিনবেলা খেতে পারছেনা, নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। ডলারের অভাবে পণ্য আমদানি করা যাচ্ছে না। এমতাবস্থায় দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বিএনপি ১০ দফা দাবী নিয়ে আন্দোলন করছে। এই দাবী বিএনপির একার নয়, এই দাবী দেশের সাধারণ মানুষের। তাই এই ফ্যাসিস্ট সরকারকে অবিলম্বে পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচন দিতে হবে। ১০ দফা দাবী বাস্তবায়ন না করে বিএনপির কর্মীরা ঘরে ফিরে যাবে না।
প্রধান অতিথি আরও বলেন,দেশের মানুষ আজ জেগে উঠেছে। ১০ দফা দাবী মেনে নিয়ে দেশের গণতন্ত্র, ভোটাধিকার, বাকস্বাধীনতা ও দেশের মালিকানা জনগণকে ফিরিয়ে না দিলে চূড়ান্ত আন্দোলনের ডাক দেয়া হবে। তখন আর পালাবার রাস্তাও খোঁজে পাবে না।