মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রামু’র দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পশ্চিম উমখালী গ্রামের বিশিষ্ট সমাজকর্মী নুরুচ্ছফা হেলালী (৬৪) আর নেই। রোববার ১২ ফেব্রুয়ারী বিকেল ৩ টার দিকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি, মরহুমের নিকটাত্মীয়, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোছাইন এ তথ্য জানিয়েছেন।

মরহুম নুরুচ্ছফা হেলালী মরহুম আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরীর তৃতীয় সন্তান। ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা ও ভারতের ভ্যালোরে চিকিৎসা করেছেন। কিন্তু চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি রোববার না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে নুরুচ্ছফা হেলালী স্ত্রী, ৩ কন্যা, ৩ ভাই, ৩ বোন সহ অনেক আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান।

এক সময়ের দুবাই প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী নুরুচ্ছফা হেলালী কক্সবাজার শহরের বাজারঘাটাস্থ নোভা শপিং সেন্টার এর স্বত্বাধিকারী। অত্যন্ত স্বজ্জন, অমায়িক, মিষ্টভাষী নুরুচ্ছফা হেলালী’র মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মানবিক মানুষ নুরুচ্ছফা হেলালী জীবদ্দশায় সামাজিক, শিক্ষা, ধর্মীয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কল্যানকর প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

জানাজা :
সোমবার ১৩ ফেব্রুয়ারী সকাল ১১ টায় রামু’র দক্ষিণ মিঠাছড়ির পশ্চিম উমখালি জামে মসজিদ প্রাঙ্গনে নুরুচ্ছফা হেলালী’র নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।

শোক প্রকাশ :
বিশিষ্ট সমাজসেবক নুরুচ্ছফা হেলালী’র মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি, মরহুমের নিকটাত্মীয়, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোছাইন গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, তার মৃত্যুতে এলাকাবাসী তাদের একজন প্রিয় মানুষকে হারালো। যে শূন্যতা সহজে পূরণ হবার নয়। মিটাছড়ি অ্যাডভোকেট এম. আমির হোছাইন হাইস্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আমির হোছাইন এক শোকবার্তায় বলেন, নুরুচ্ছফা হেলালী’র মৃত্যুতে তিনি তাঁর পরিবারের একজন ঘনিষ্ঠ সদস্যকে হারিয়েছেন। কবি ও সাহিত্যিক অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোছাইন মরহুম নুরুচ্ছফা হেলালীকে তাঁর সুদীর্ঘকালের অতি আপনজন উল্লেখ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

দ: মিটাছড়ি নাগরিক ফোরাম :

রামু’র ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন দক্ষিন মিঠাছড়ি নাগরিক ফোরামের সহ-সভাপতি নুরুচ্ছফা হেলালী’র মৃত্যুতে ফোরামের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ফোরামের সভাপতি অ্যাডভোকেট দীলিপ কুমার ধর ও সাধারণ সম্পাদক এম. ফরিদুল আলম ফরিদ ফোরামের কার্যক্রমে তাঁর ব্যাপক অবদানের কথা উল্লেখ করে বলেন, এলাকার মানুষের ভাগ্যন্নোয়নে মরহুম নুরুচ্ছফা হেলালীর অসামান্য ভূমিকার জন্য এলাকার গণমানুষের মাঝে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। ফোরাম নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।