প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি। দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা বিকাল ৪টায় জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক এম মোকতার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল।
বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নূরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না।
প্রধান অতিথির বক্তব্যে লুৎফুর রহমান কাজল বলেছেন, ৭ই নভেম্বরের মহান জাতীয় বিপ্লব ও সংহতির মাধ্যমে দেশের একটি নবসূচনা সূচিত হয়েছে। এই চেতনাকে লালন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে একটি ধারায় নিয়ে গিয়েছিলেন। এই বিপ্লবী চেতনাকে ধারণ করেই দেশকে চলমান দুঃশাসন থেকে মুক্ত করতে হবে। বিএনপির নেতাকর্মীদের বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে শক্ত পায়ে দাঁড়াতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এড. মোঃ ইউনুছ, জেলা যুবদলের সভাপতি এড. সৈয়দ আহামদ উজ্জল, সাধারণ সম্পাদক জিসান উদ্দীন জিসান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাসেদুল হক রাসেল, সাবেক সিনিয়র সহ-সভাপতি সরওয়ার রোমন, জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন, সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম, জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি এড. তারেকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবছার কামাল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মাস্টার জসিম উদ্দীন এবং যুবদল নেতা দোলন ধর ও রিজবী খাঁন।
কোরআন তেলোয়াত করেন যুবনেতা একরামুল হক।