সিবিএন ডেস্ক:
১১ দিন ধরে নিখোঁজ এক গৃহবধূ। পিত্রালয় থেকে শশুর বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না এই যুবতীর। কোন হৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকলে মেয়েটির পিতা মাতা বা শশুর বাড়িতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার পিতা।
নিখোঁজ যুবতীর পিতা কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার কাঠ মিস্ত্রি নুরুল ইসলাম মোবাইল নং-০১৮৬৭৯৬৫৬২৪। তিনি জানান,আমার মেয়ে ফারহানা (২১) সাড়ে ৩ বছর আগে ডিককুল এলাকার মরহুম মোহাম্মদ ইসহাকের ছেলে সালমানের সাথে বিয়ে হয়। তাদের ঘরে বর্তমানে এক পুত্র সন্তানও আছে। গত ২৭ অক্টোবর মেয়ে আমার বাড়িতে অর্থাৎ পিত্রালয়ে আসে। পরে ২৯ অক্টোবর আবার শশুর বাড়িতে ফিরে যায়। কিন্তু এর পর থেকে মেয়ের সাথে আর যোগাযোগ করতে পারিনি।
মেয়ে শশুর বাড়িতে ও যায়নি বলে জানান শশুর বাড়ির লোকজন। তার ব্যবহৃত মোবাইলও বন্ধ পাওয়া যাচ্ছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করে মেয়ে এবং নাতীর কোন খোঁজ না পেলে ৬ নভেম্বর কক্সবাজার সদর থানায় সাধারণ ড্য়ারী করেছি। বর্তমানে মেয়ের চিন্তার আমরা অস্থির। তাই কেউ খোঁজ পেলে আমাকে অথবা ডিককুলস্থ তার শশুর বাড়িতে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।