ইমাম খাইর, সিবিএনঃ
কক্সবাজার ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা চলছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিউ সার্কিট হাউজ রোডস্থ স্কুল প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন।
প্রধান শিক্ষক এ.এম আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সভাপতি কামরুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, পরিচালক খাদেমুল ইসলাম আরজু, আলহাজ্ব জয়নাব বেগম, ইব্রাহীম ভুঁইয়া, মোঃ মোখলেসুর রহমান বাবলু, কামরুল আহসান, অধ্যাপক শাহ আলম উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুর রহমান।
প্রধান শিক্ষক এ.এম আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হানিফ মিয়া।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
এতে জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত।
এদিন সন্ধ্যায় স্কুলের সাংস্কৃতিক দলের পরিবেশনায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান “প্রজাপতির ডানা।”
এতে অভিভাবক, সুধীজনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান শিক্ষক এ.এম আনোয়ারুল হক।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।