টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফে কিন্ডারগার্টেন স্কুল প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা বুধবার সকাল ১০টায় হ্নীলা আলফালাহ একাডেমির অধ্যক্ষ নুরুল হোছাইন ছিদ্দিকীর সভাপতিত্বে টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভার সমন্বয়কারী, হ্নীলা মৌলভিবাজার আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ জামাল হোসাইনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা শিক্ষা অফিসার গৌর চন্দ্র দে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশিষ বোস। বক্তব্য রাখেন টেকনাফ স্কলার পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম, টেকনাফ ইক্বরা কেজি এন্ড প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মো. ফরহাদুজ্জামান, খারাংখালী এন্জেলস কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিন, কান্জরপাড়া মডেল একাডেমির অধ্যক্ষ নুরুল আবছার।
সভায় টেকনাফ কিন্ডারগার্টেন স্কুল প্রধান শিক্ষকদের পক্ষ থেকে নবাগত টেকনাফ উপজেলা শিক্ষা অফিসার গৌর চন্দ্র দেকে বরণ করে নেয়া হয়। এসময় নবাগত শিক্ষা অফিসার শিক্ষার মানোন্নয়নে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কেজি স্কুল গুলোকেও এগিয়ে আসার আহবান জানান।
সভাশেষে নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ সাংবাদিক মমতাজুল ইসলাম মনু সভাপতি, টেকনাফ ইক্বরা কেজি এন্ড প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মো. ফরহাদুজ্জামান সাধারণ সম্পাদক ও হ্নীলা মৌলভিবাজার আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ জামাল হোসাইনকে সাংগঠনিক সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট টেকনাফ কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি হোয়াইক্যং কান্জরপাড়া মডেল একাডেমির অধ্যক্ষ নুরুল আবছার, সহ-সভাপতি বাহারছরা আল-আরাফা কেজি স্কুলের অধ্যক্ষ নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হোয়াইক্যং হলিচাইল্ড কেজি এন্ড হাই স্কুলের অধ্যক্ষ আবছার উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক সাবরাং কেজি স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ ইউনুছ, অর্থ সম্পাদক খারাংখালী এন্জেলস কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিন, সহ-অর্থ সম্পাদক রংগীখালী ড. গাজি কামরুল ইসলাম ইন্সটিটিউটের অধ্যক্ষ নুরুল কবির, শিক্ষা বিষয়ক সম্পাদক নয়াপাড়া মোচনি আদর্শ বিদ্যা পিঠের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি সিরাজুল ইসলাম নিশান, প্রচার সম্পাদক হায়দর আলী সরদার মডেল একাডেমির অধ্যক্ষ শহীদুল ইসলাম ও দপ্তর সম্পাদক জাহাজ পুরা মডেল উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ নজরুল ইসলাম।
এছাড়া হ্নীলা আলফালাহ একাডেমির অধ্যক্ষ নুরুল হোছাইন ছিদ্দিকী, হ্নীলা প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মাহবুব মোর্শেদ ও টেকনাফ স্কলার পাবলিক স্কুলের অধ্যক্ষ শহীদুল ইসলামকে উপদেষ্টা করা হয়েছে।