মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
এসএসসি ১৯৮৪ এর এসোসিয়েশন কক্সবাজারের সদস্য মোহাম্মদ নছর উল্লাহ’র বড় ভাই মোহাম্মদ মোহিবুল্লাহ’র (৬৪) মৃত্যুতে এসোসিয়েশন এর সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। এসএসসি ১৯৮৪ এর এসোসিয়েশন কক্সবাজারের সদস্যরা মুহিবুল্লাহ-কে একজন পরিচ্ছন্ন ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক এবং তাদের বড়ভাই তুল্য অভিবাবক হিসাবে গণ্য করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রসঙ্গত, কক্সবাজার শহরের ডক্টরস চেম্বারের সত্বাধিকারী, জাতীয় পার্টি কক্সবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোহিবুল্লাহ বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারী রাত
সাড়ে ৩ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
মোহাম্মদ মোহিবুল্লাহ কক্সবাজারের এক সময়ের বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম অ্যাডভোকেট মওদুদ আহমেদ ও আমেনা খাতুনের এর জ্যেষ্ঠ সন্তান। কক্সবাজার শহরের বার্মিজ সরকারি প্রাইমারী স্কুলের পূর্বে পাশে তিনি বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে যান। মোহাম্মদ মোহিবুল্লাহ’র কনিষ্ঠ সন্তানের বয়স মাত্র ১৮ দিন।
বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারী আসরের নামাজের পর কক্সবাজার শহরের ঈদগাহ ময়দানে মোহাম্মদ মোহিবুল্লাহ’র প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার ২৪ ফেব্রুয়ারী সকাল ১০ টায় মহেশখালীর নতুন বাজারে মোহাম্মদ মুহিবুল্লাহ’র দ্বিতীয় নামাজে জানাজা শেষে নতুন বাজার পারিবারিক কবরস্থানে মাতা পিতার কবরের পাশে তাকে দাফন করা হবে বলে হবে বলে মরহুমের ভাই চুরাশিয়ান মোহাম্মদ নছর উল্লাহ জানিয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।