সংবাদ বিজ্ঞপ্তি :
পদযাত্রার নামে বিএনপি-জামায়াতকে রাজপথে কোন ধরনের বিশৃংখলা করতে দেয়া হবেনা বলে হুঁশিয়ারি দিয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ। সে লক্ষ্যে ২৫ ফেব্রুয়ারি সারাদিন সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে জনগণের জানমালের নিরাপত্তায় কাজ করার নির্দেশ দিয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ এ নির্দেশনা দেন।
তাঁরা বলেন, ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে’ জেলার ৯ উপজেলায় ৭১টি ইউনিয়নে শান্তি সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।
ওইদিন পুরো কক্সবাজার জেলার রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে বলেও ঘোষনা দেয়া হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়
জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক,
মাহবুবুল হক মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, যুবনেতা ডালিম বড়ুয়া,
শওকত আলী মানিক, শেখ কামাল চেয়ারম্যান, সাজেদুল করিম, আশরাফ উদ্দিন, মির্জা ওবাইদ রুমেল, আহসান সুমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার রুমানাসহ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।