ইমাম খাইর, সিবিএনঃ
কক্সবাজার হাশেমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার বার্ষিক সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়ার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন।

তিনি বলেন, অনেকে শিক্ষিত হচ্ছে। সনদ নিচ্ছে। তা বড় কথা নয়। নিজেকে নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেই শিক্ষার সার্থকতা।

ক্রীড়া এবং সংস্কৃতি শিক্ষার অন্যতম একটি অনুষঙ্গ।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আনোয়ারুল হাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম উদ্দিন, মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট শামসুল হুদা।

বার্ষিক সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন অধ্যক্ষ মাওলানা রহমত ছালাম।

অনুষ্ঠানে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আতাউল্লাহ মোহাম্মদ নোমান, পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ সরওয়ার কামাল, দেলওয়ার হোসেন, অধ্যাপক মোহাম্মদ সৈয়দ নূর, অধ্যাপক মাওলানা এনামুল হক, আরবী প্রভাষক আবদুল মান্নান।

সহকারী অধ্যাপক মাওলানা সেলিম উল্লাহ ও প্রভাষক নুরুল হাকিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আগত অতিথিদের মাদরাসার পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়।