কক্সবাজার প্রতিনিধি
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আলোচনা ও সাংগঠনিক সভা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম কালুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এম ওসমান গনির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা শফিউল্লাহ আনসারী সদর উপজেলা আহবায়ক মোঃ আবদুল্লাহ, মহেশখালী উপজেলা আহবায়ক মোঃ আবদু শুক্কুর, রামু উপজেলা আহবায়ক শফিকুল আলম কাজল পেকুয়া উপজেলা আহবায়ক নুরুল আবছার।
উক্ত সভায় শফিউল্লাহ আনসারী বলেন বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিলো ছাত্র-কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের বাঙালি প্রেরণা উৎস। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় ছিনিয়ে আনে বাঙালি জাতি। বিশ্বমানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
তাই জাতিসংঘ সংস্থা ইউনেসকো ৭ই মার্চের ভাষণকে বিশ্ব–ঐতিহ্য সম্পদ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তিনি তৃণমূলে সংগঠনকে সুসংগঠিত করে আগামীতে বিএনপি জামায়েত এর সকল দেশ বিরুদ্ধী আন্দোলনের নামে নাশকতার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশনা প্রধান করেন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম কালু সমাপনী বক্তব্যে আগামীতে যেকোন ধরনের পরিস্থিতি মোকাবিলায় সকল অপশক্তির বিরুদ্ধে রাজপথে নামাতে প্রস্তুত থাকতে বলেন।
ও সংগঠনের গতিশীল করার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রধান করেন।
সভার শুরুতে নেতাকর্মীদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রাশেদুল হক সোহেল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক নেজাম উদ্দিন শাওন, ক্রীড়া সম্পাদক সিরাজুল করিম, চকরিয়া পৌর সভার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধলু, রামু সদস্য সচিব মোঃ আমিন, পেকুয়া যুগ্ম আহবায়ক আমির হোসেন, সদর উপজেলা নেতা নাছির উদ্দীন মাহমুদ, সুমন দে, পৌর শ্রমিক লীগ নেতা নজিবুর আলম বাবু,ফজল করিম, জিয়াবুল করিম প্রমুখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।