প্রেস বিজ্ঞপ্তি :
রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে বার্ষিক পিকনিক মিলন মেলা ২০২৩ সম্পন্ন হয়েছে। এ পিকনিক ও মিলন মেলাকে ঘিরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক, ক্রীড়া ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের এক মিলন মেলা পরিণত হয়েছে।
শনিবার (১১ মার্চ ) রামু রাবার বাগান রেষ্ট হাউজে বার্ষিক পিকনিক মিলন মেলা অনুষ্ঠিত হয়।
রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আনছারুল হক ভূট্টোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক খালেদ হোসেন টাপু’র সঞ্চালনায় বার্ষিক পিকনিক ও মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সন্তান শাহীনুল হক মার্শাল।
প্রধান আলোচক ছিলেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী, রামু থানার ওসি আনোয়ারুল হোছাইন, জেলা পরিষদ রামুর সদস্য ফরিদুল আলম, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চেয়ারম্যান নুরুল হক, ডেপুটি কমান্ডার রণধীর বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক রেজা, রমেশ বড়ুয়া, পরেশ বড়ুয়া, আব্দুল জব্বার, সুখেন্দ্র বড়ুয়া, মাইমুনুর রশিদ, ফলিন্দ্র বড়ুয়া, অলক বড়ুয়া, আবুল কালাম আজাদ, ফরিদ আহমদ, ফরুক আহমদ, রামু উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সন্তান মুসরাত জাহান মুন্নি, রামু উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী ও শেখ জুনাঈদ বিপ্লব, রামুর বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন কোম্পানী, রামু প্রেসক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া, জেলা যুবলীগ নেতা পলক বড়য়া আপ্পু, জেলা ব্রাদার্স ক্লাবের সভাপতি নবু আলম, সাবেক ছাত্রনেতা আমজাদ আলী খান আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপির পিএস মিজানুর রহমান ও আবু বক্কর সিদ্দিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক নুরুল হাকিম নূকি, সহ সভাপতি মোস্তফা কামাল, পৌর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সুজন তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল হাসান নয়ন, রামুর লেখক কলামিস্ট সাংবাদিক মুহাম্মদ আবুল মনজুর, সৌদি আরবস্থ রামু সমিতির সাধারণ সম্পাদক মোতাহের সিকদার, মুক্তিযোদ্ধা সন্তান আনোয়ার হোসেন বাবলা, ইউনিয়ন ব্যাংক রামু শাখার ব্যবস্থাপক আজমল হোসেন রনি, যুবলীগ নেতা ওসমান গনি ও সরওয়ার কামাল, রামু মুক্তিযোদ্ধা সন্তান আনোয়ার কামাল বাদল, প্রফেসর মিজানুর রহমান, এজাওয়াত উল্লাহ মহাব্বত, আজিমুল আলম চৌধুরী নিউটন, সৌরভ বড়ুয়া, টিটু বড়ুয়া, শংকর বড়ুয়া, সাগর বড়ুয়া অনিক বড়ুয়া, রশিদ আহমদ জসিম, ওবাইদুল হক, মঞ্জুর কাদেরী, সেলিম সরওয়ার, শামীম হাসান মুরাদ, শিক্ষক মিজানুর রহমান, সালাহ আহমদ, খোরশেদ আলম সাগর, আব্দু শুক্কুর, সাবেক ছাত্রনেতা নাজমুল হক নাজু, সাংবাদিক নুর মোহাম্মদ, বঙ্গবন্ধু সৈনিক লীগ রামু উপজেলা শাখার সভাপতি মিজানুর হক রাজা, বঙ্গবন্ধু শিশু কিশোর সংগঠন শেখ রাসেল রামু উপজেলা শাখার সভাপতি রাশেদ আলী খান, সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ প্রমখ।
পিকনিক ও মিলন মেলায় সম্মানিত আগত অতিথি ও বীর মুক্তিযোদ্ধাদেরকে ক্রেষ্ট, ফুল ও উত্তরীয় পরিয়ে দিয়ে সম্মানিত করা হয় এবং দুপুরে মহ্নভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কক্সবাজার বেতারের নিয়মিত শিল্পী ইস্কান্দার মির্জা, এইচবি পাস্থ, কক্সবাজারের সেরা জাগানো শিল্পী কাহন, মোহাম্মদ সেলিম, মোবারক হোসেন, শিল্পী এম আই বাহাদুর, অসীম বড়ুয়া, মোহাম্মদ পেটান আলী, শরমিলা বড়ুয়া ও সামান্তা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।