বলরাম দাশ অনুপম :
কক্সবাজার কেন্দ্রীয় মহাশ্মশানের উন্নয়নের বিষয় নিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মার্শালের সাথে সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে জেলা পরিষদের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি রতন দাশ, কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি নিরূপম পাল নীরু, জেলা পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি শ্রী স্বরূপম পাল পান্জু, সাধারণ সম্পাদক বেন্টু দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন দাশ, অর্থ সম্পাদক স্বপন গুহ, কক্সবাজার কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাঞ্চন দাশ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি শ্রীমন্ত পাল সাগর, সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম। ও সৌজন্য সাক্ষাতে চেয়ারম্যান মহোদয় শ্নশানের উন্নয়ন কার্যক্রমে সব ধরনের উন্নয়ন সহযোগিতা প্রদানের অাশ্বাস দেন।