প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও কক্সবাজার পৌর আওয়ামী লীগের উদ্যোগে ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ মার্চ শুক্রবার সকাল ৭ টায়, জেলা আওয়ামী লীগ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। ৯ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন। ৯.৩০ টায় মিলাদ ও দোয়া মাহফিল বিকাল ৪ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা।
উক্ত আয়োজনে কক্সবাজার জেলা ও পৌর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও পৌর আওয়ামী লীগের প্রত্যেক ওয়ার্ডের সভাপতি/সম্পাদক কে নেতাকর্মীদের নিয়ে যথা সময়ে উপস্থিত থেকে দিনব্যাপী কর্মসূচি সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজিবুল ইসলাম ও সাধারন সম্পাদক উজ্জ্বল কর।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।