চকরিয়া প্রতিনিধি :
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস নানা আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয়েছে।

শুক্রবার (১৭মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের হলরুম মিলনায়তনে কেট কেটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়।
জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সকালে খতমে কুরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখেরের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আনছারুল করিমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন, চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটি সদস্য শওকত হোসেন, নুরুল মোক্তাদির লিটন ও সাংবাদিক এম.মনছুর আলম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চকরিয়া কোরক বিদ্যাপীঠের সহকারি প্রধান শিক্ষক ফজলুল কাদের, সিনিয়র শিক্ষক নুরুন্নবী, সিনিয়র শিক্ষক মোহাম্মদ সাকের উল্লাহ, সিনিয়র শিক্ষক মৌলানা নেছারুল হক, হোস্টেল সুপার মাস্টার শফিউল আলম, মাস্টার জাইদুল হক, মাস্টার নুরুল মোস্তফা, মাস্টার আবু রায়হান, মাস্টার নুরুল ইসলাম, মাস্টার ওবায়দুল হক।এছাড়াও চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রাথমিক শাখার শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, মাস্টার অলসন বডুয়া, মাস্টার রূপালী রাণী দে, মাস্টার আনারকলি, মাস্টার আসমাউল হোসনা মোস্তারি, মাস্টার এরফানুল হকসহ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।##

এম.মনছুর আলম