প্রেস বিজ্ঞপ্তি:

নানা আয়োজনে পালিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিনটি উপলক্ষে কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনা ও আলোচনা সভার। শুক্রবার (১৭ মার্চ) বিকেলে শহরের বিজিবি ক্যাম্প মল্লিক পাড়াস্থ সার্বজনীন শ্রীশ্রী বিঞ্চু মন্দির প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপপী শর্মা।

ঝিলংজা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির সদস্য জ্যোতি মল্লিক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বক্তব্যে রাখেন- সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম, বাগীশিক কক্সবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক নারায়ন দাশ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি মাষ্টার সুবল চন্দ্র দে, দপ্তর সম্পাদক পরিধন কান্তি দে, ঝিলংজা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আহবায়ক তুষার কান্তি ধর, সার্বজনীন শ্রীশ্রী বিঞ্চু মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুব্রত মল্লিক, স্বপন কান্তি দে, লিটন মল্লিক প্রমুখ।-বিজ্ঞপ্তি।