বলরাম দাশ অনুপম:
নানা মাঙ্গলিক আয়োজনে কক্সবাজারে উদযাপিত হয়েছে শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫ তম শুভ আবির্ভাব বর্ষ স্মরণ মহোৎসব। এ উপলক্ষে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কক্সবাজার জেলা শাখার আয়োজনে কক্সবাজার শহরের সরস্বতী বাড়ি প্রাঙ্গনে আয়োজন করা হয় মহতি ধর্ম সম্মেলনের। কক্সবাজার জেলা সৎসঙ্গের সভাপতি ডা: বিনয় কৃষ্ণ ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্টানে প্রধান আলোচক ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের প্রতি: ঋত্বিক প্রলয় মজুমদার। এসময় তিনি শ্রীশ্রীঠাকুরের আদর্শ প্রচারের জন্য আহবান জানান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন-আরটিভির হেড অব সেলস্ এন্ড মার্কেটিং সুদেব চন্দ্র ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল কর, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপপী শর্মা, সাধারণ সম্পাদক সাংবাদিক বলরাম দাশ অনুপম, জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক সুশান্ত পাল বাচ্চু, শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমায়েতপুর পাবনার সহ: প্রতি: ঋত্বিক তাপস চন্দ্র ব্রর্ম্মন, সজীব সিংহ রুবেল, প্রিয়তোষ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্যে রাখেন-শুভ বর্ষ স্মরণ মহোৎসব উদযাপন পরিষদের আহবায়ক বাদল কান্তি দাশ, সাধারণ সম্পাদক অমল কান্তি দে ও অর্থ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য। অনুষ্ঠান পরিচালনা করেন হিরম্ময় ঘোষ।