জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় ভেজাল ঘি,চা-পাতা,অন্যন্যা সামগ্রী তৈরী কারখানা ও পৌরশহরস্হ লাইন্সেস বিহীন ব্যবসা প্রতিষ্ঠানে আবাসিক হোটেল সিলগালা এবং ২লক্ষ ৬০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১০টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নে ভেজাল ঘি,চা-পাতা সহ অন্যন্যা সামগ্রী তৈরী কারখানা ও
দুপুর সোয়া ১২দিকে পৌরশহরস্হ আবাসিক হোটেলে যৌথভাবে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন-উপজেলা প্রশাসন,র্যাব-১৫ ও স্বাস্থ্য বিভাগ।
ভ্রাম্যমাণ অভিযানে নেতৃত্ব দেন-সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহাত-উত-জামান।
ভ্রাম্যমাণ অভিযানের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহাত-উত-জামান বলেন,পবিত্র রমজান মাসকে সামনে রেখে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ভেজাল ঘি,চা-পাতা ও অন্যান্য খাদ্য সামগ্রী উৎপাদনের একটি কারখানায় ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়।এসময় খাদ্যে ব্যবহার নিষিদ্ধ রাসায়নিক পদার্থ, ডালডা, পাম অয়েল, গাছেরগুড়ি সদৃশ বস্তু ইত্যাদি সামগ্রী দিয়ে ভেজাল ঘি, চা পাতা ও অন্যান্য খাদ্য সামগ্রী উৎপাদনরত অবস্থায় পাওয়া যায়।এতে প্রায় ৫মণ ভেজাল ঘি ও ২/৩ মণ নকল চাপাতা জব্দ করে বিনষ্ট করা হয়েছে। ঘটনাস্থলে বাঘাবড়ী ঘি, পাবনার নকল কৌটা ও ফ্রেশ চা পাতার নকল প্যাকেটও পাওয়া গেছে।সুতরাং ভেজাল ও নকল পণ্য উৎপাদনের দায় স্বীকার করায় অভিযুক্তকে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরো বলেন,একইদিন দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার পৌরশহরস্হ লাইন্সেস বিহীন আবাসিক হোটেলে অসামাজিক কার্যাকলাপ জড়িত অপ্রাপ্ত বয়স্ক স্কুল,কলেজের কিছু ছাত্র/ছাত্রীকে আটক করা হয়।পরে তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।এরপূর্বে অনৈতিক কর্মকান্ড পরিচালনা ও লাইন্সেস না থাকায় একটি আবাসিক হোটেলকে সিলগালা আরো ৪টি আবাসিক হোটেলকে লাইন্সেস না করার দায়ে মোট-৬০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানকালে উপস্হিত ছিলেন- কক্সবাজার র্যাব-১৫এর কোম্পানি কমান্ডার একটি টিম ও ,স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।