পবিত্র রমজানের রহমতের প্রথম দিনে এতিম শিশুদের সাথে ইফতার করলেন কক্সবাজার সদর রামু ও ঈদগাঁহ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।
শুক্রবার প্রথম রমজানে নিরিবিলি অর্কিডস্থ নিজ বাস ভবনে এ ইফতার এর আয়োজন করা হয়। এর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সুস্থতা ও গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে খতমে কোরআন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, সদর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর (অবঃ) আব্দুল মাবুদ, রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ, ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) সেলিম মাহমুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুর সওদাগর, ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি, রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, জেলা ছাত্রদলের সভাপতি শাহাদত হোসেন রিপন, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম লিটন, ঈদগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিয়াউল করিম। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন পাহাড়তলী রহমানিয়া মাদ্রাসার খতীব মৌলানা নেচারুল হক।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।