বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের থানচির বাজারে ভয়াবহ আগুনে পুড়েছে ৫৫টি দোকান। এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো- সুজন মিয়া
শনিবার(২৫ মার্চ) সকাল ৮টার দিকে থানচি বাজারে দক্ষিন পাশ থেকে এ আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, সকাল ৮টার সময় থানচি বাজারে হঠাৎ আগুন লাগে। এতে চারদিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে দমকল বাহিনীর ২টি ইউনিট, পুলিশ, বিজিবি ও স্থানীয়রা মিলে প্রায় ২ঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।
স্থানীয়দের মতে, আগুনে ৫৫টি দোকান পুড়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫/৬কোটি টাকা।
থানচি ফায়ার সার্ভিসের লিডার পেরার মোহাম্মদ জানান, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। আগুনের শুত্রপাত ও ক্ষয় ক্ষতির বিষয়টি পরে জানা যাবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।