আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফে গণহত্যা দিবস উপলক্ষে বধ্যভূমিতে টেকনাফে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সকালে টেকনাফ পৌরসভার ঈদগাহের বধ্যভূমিতে টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের স্মরনে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী,টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আন্দময় ভৌমিক,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. খুরশেদ আলম,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মানষ বড়ুয়াসহ মুক্তি যোদ্ধাগণ,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।