পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় বাজার মনিটরিং করার ধারাবাহিক অংশ হিসেবে কবির আহমদ চৌধুরী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
শনিবার দুপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মূল্য তালিকা না রাখা, দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম রাখায় বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারি কমিশনার) জাহিদুল ইসলাম।
এ সময় অভিযান পরিচালনা করে ৫টি মামলায় ৫২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মূল্য তালিকা না রাখা, দ্রব্যমূল্যের অতিরিক্ত দামের জন্য বিভিন্ন মুদির দোকান, খাবার হোটেল, মাছের বাজার, তরকারি ও ফলের দোকানে অভিযান পরিচালনা করে ৫টি মামলায় ৫২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগীতা করেন পেকুয়া থানা পুলিশ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।