নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এবিসি ঘোনাস্থ চেয়ারম্যান ঘাটায় হজরত মায়মুনা (রা:) নুরানী মাদ্রাসা ও আবদুল্লাহ-নাহার হিফজ ও এতিমখানায় বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

২৬ মার্চ রোববার সকাল থেকে শুরু হওয়া কর্মসূচীতে ছিল মহান স্বাধীনতা দিবস এর তাৎপর্য বিষয়ে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা। সকাল সাড়ে ১০ টায় শুরু হয় আলোচনা সভা, স্বাধীনতা দিবস বিষয়ক কবিতা আবৃত্তি ও দোয়া মাহফিল।

হজরত মায়মুনা (রা:) নুরানী মাদ্রাসা ও আবদুল্লাহ-নাহার হিফজ ও এতিমখানা ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজকর্মী কবি আলহাজ্ব আবুল হোসাইন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অন্যতম দাতা সদস্য, ইউনিয়ন ব্যাংক উখিয়া শাখার ব্যাবস্থাপক, বিশিষ্ট ক্রীড়াবিদ এম. জাহেদ উল্লাহ জাহেদ এবং রচনা প্রতিযোগিতা উপ কমিটির আহবায়ক ও জব্বারিয়া প্রিন্টার্স এর সত্বাধিকারী মোহাম্মদ সেলিম।

সহকারী শিক্ষক মোহাম্মদ ছৈয়দ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আমিনুল হক।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ জুনাইদ, সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী শিক্ষক মোজাম্মেল হক, প্রতিষ্ঠানের ৫ম শ্রেণির শিক্ষার্থী সোহাইয়া হোসেন ইকরা প্রমুখ। প্রতিষ্ঠানের শিক্ষার্থী মোহাম্মদ কায়েমুল ইসলাম এর কোরআন তেলাওয়াত ও শিক্ষার্থী মায়মুনা আক্তার এর ইসলামি সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৫ম শ্রেণির ছাত্রী সোহাইয়া হোসেন ইকরা, একই শ্রেণির কায়েমুল ইসলাম ও ইসফাতুল হাসান এবং ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মায়মুনা আক্তার ও মোহাম্মদ তামিমকে কক্সবাজার শহরের স্বনামধন্য প্রিন্টিং প্রতিষ্ঠান শাহ জব্বারিয়া প্রিন্টার্স এর পৃষ্ঠপোষকতায় ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।

সভা শেষে বীর শহীদ, সংগঠক, বীর মুক্তিযোদ্ধা সহ যাঁরা মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদান করেছেন, তাঁদের এবং দেশের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, মাদ্রাসা ব্যাবস্থাপনা কমিটির সদস্য আবদুস সালাম কোম্পানি, সহকারী শিক্ষক ক্কারী মাওলানা ছৈয়দ আলম, মাওলানা রহিম উল্লাহ মামুন, মাওলানা ওবায়দুল্লাহ মাসুম, মোস্তাফিজুর রহমান, মাওলানা আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Write to Abu Siddique Osmani