আব্দুস সালাম, টেকনাফ(কক্সবাজার) :
ঢাকা উত্তরা মডেল টাউন মাইলস্টোন কলেজের বাংলা এবং ইংরেজী ভার্সনের ১০ হাজার ছাত্র-ছাত্রীদের প্রতিনিধি (কলেজ ক্যাপ্টেন) হলেন টেকনাফের মেয়ে Cadet Corporal রুবাইয়া ইসলাম। মেধাবী শিক্ষার্থী রুবাইয়া BNCC মাইলস্টোন কলেজের প্লাটুন ইনচার্জ হিসাবেও দায়িত্ব পালন করছেন। রুবাইয়া সাবেক জনপ্রিয় ছাত্রনেতা এবং টেকনাফ পৌরসভার জালিয়া পাড়ার জাহেদুল ইসলাম মাহমুদ ও গৃহিণী রেহেনা মাহমুদের বড় মেয়ে।
উল্লেখ্য ২৮ মার্চ (মঙ্গলবার) বিকেলে মাইলস্টোন কলেজের ২০তম ব্যাচের ব্যাজ প্রদান অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণির ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী রুবাইয়া ইসলামকে ২০তম ব্যাচের কলেজ ক্যাপ্টেন হিসেবে ব্যাজ পড়িয়ে দেয়া হয়। কলেজ ক্যাপ্টেন ছাড়াও স্পোর্টস ক্যাপ্টেন, কালচারাল ক্যাপ্টেন ও সার্জেন্টদের মাঝে ব্যাজ প্রদান করা হয়। শিক্ষার্থীদের মাঝে ব্যাজ পড়িয়ে দেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম ও সিনিয়র পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষবৃন্দ, পরিচালকবৃন্দ, অনুষদ সদস্যগণ ও শিক্ষার্থীবৃন্দ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।